সবাইকে অনেক ভালোবাসা রইল। আশা করি ভালো আছেন। আমাদের ছোট্র গ্রামে এখন খুবই দুর্যোগপূর্ন আবহাওয়া বিরাজ করছে। টানা ৩ দিন প্রচুর বৃষ্টিপাত হল আমাদের এখানে। আর মংলা সুমুদ্রবন্দরে এখন সংকেত ৪।
তো বিপদ সংকেত ৪ হলেও আমার লেখা থামাতে চাচ্ছি না। এই বৃষ্টিপূর্ন আবহাওয়ায় একটা আর্টিকেল তো লিখেই ফেলা যায়। আপনার যদি উইন্ডোজ পিসি(জানালা-১০) থাকে এবং তাতে যদি পিপ (PIP) ইনস্টল করতে চান তাহলে এই লেখাটি আপনার জন্য।
তো শুরু করি। আপনাকে প্রথমেই যেতে হবে এই লিংকে তারপর এটি ডাউনলোড করে নিত হবে।
অথবা, পুরোটা কপি করে নতুন ডকুমেন্ট দিয়ে pip.py দিয়ে সেইভ করতে হবে। তারপর এতে ডাবল ক্লিক করলে এটি অটোমেটিক তার প্রয়োজনীয় জিনিসপত্র ডাউনলোড করা শুরু করবে।
(চিত্রে দেখানো ছবিতে একটু সমস্যা আছে আর সেটি হল আমার পিসিতে আগে থেকে এটি ইনস্টল করা ছিল) তারপর আপনি আপনার পিসির কমান্ড প্রম্পট আ্যাডমিনিস্টেটর মুডে চালু করে লিখবেন পিপ pip তাহলে নিচের মত করে আসবে।
তো বিপদ সংকেত ৪ হলেও আমার লেখা থামাতে চাচ্ছি না। এই বৃষ্টিপূর্ন আবহাওয়ায় একটা আর্টিকেল তো লিখেই ফেলা যায়। আপনার যদি উইন্ডোজ পিসি(জানালা-১০) থাকে এবং তাতে যদি পিপ (PIP) ইনস্টল করতে চান তাহলে এই লেখাটি আপনার জন্য।
তো শুরু করি। আপনাকে প্রথমেই যেতে হবে এই লিংকে তারপর এটি ডাউনলোড করে নিত হবে।
অথবা, পুরোটা কপি করে নতুন ডকুমেন্ট দিয়ে pip.py দিয়ে সেইভ করতে হবে। তারপর এতে ডাবল ক্লিক করলে এটি অটোমেটিক তার প্রয়োজনীয় জিনিসপত্র ডাউনলোড করা শুরু করবে।
(চিত্রে দেখানো ছবিতে একটু সমস্যা আছে আর সেটি হল আমার পিসিতে আগে থেকে এটি ইনস্টল করা ছিল) তারপর আপনি আপনার পিসির কমান্ড প্রম্পট আ্যাডমিনিস্টেটর মুডে চালু করে লিখবেন পিপ pip তাহলে নিচের মত করে আসবে।
এরপর এটিকে আপগ্রেড করার পালা। এবার আমরা লিখবো python -m pip install -U pip তাহলে পিপ আপগ্রেড হয়ে যাবে
এবং আমরা এখন যেকোন পাইথনের প্যাকেজ বা মডিউল ইনস্টল করে ফেলতে পারি। যেমন আমরা যদি PyPerClip টি ইনস্টল করতে চাই তাহলে সোজা কমান্ড প্রম্পট টি খুলে সোজা কমান্ড দেব pip install pyperclip





Comments