জাভাস্ক্রীপ্টের সকল ডেটারা


সবাইকে অনেক অনেক স্বাগতম আজকের আমার জাভাস্ক্রীপ্টের প্রথম ব্লগেঃ

জাভাস্ক্রীপ্টের বর্তমানে ৭ ধরনের ডেটা রয়েছে । এরমধ্যে প্রিমিটিভ(primitive) ডেটা টাইপ রয়েছে ৬ ধরনের যেগুলোর কোন মেথড বা অবজেক্ট নেই এবং এই ডেটা গুলো হল ইমিউটেবল(immutable) মানে পরিবর্তন করা যায় না। এই ৬ ধরনের প্রিমিটিভ (primitive) ডেটাগুলো হলঃ
  • Number
  • String
  • Boolean
  • Symbol
  • Null
  • Undefined 
এবং সপ্তম ডেটা টাইপ হলো অবজেক্ট Object.

সবার আগে আপনি আপনার ক্রোম ব্রাউজারে ডেভ টুলস ওপেন করে কনসোল ওপেন করুন। তারপর শেখা শুরু করুন।

Number: জাভাস্ক্রীপ্ট হল ডায়নামিক টাইপ ভাষা, এখানে আপনাকে কোন ধরনের ভ্যারিএবেল টাইপ বলে দিতে হবে না। আপনি শুধু লিখবেন var<স্পেস> <ভ্যারিএবেলের নাম>= মান   তাতেই আপনি একটি ভ্যারিএবেল ডিক্লায়ার করে দিতে পারবেন। তো এখন আমি লিখবো 
var x=10
var y=10.2
console.log(typeof x)
console.log(typeof y)


এখান দুটোর টাইপ চেক করে দেখবো যে এ-দুটো নাম্বর রিটার্ন করছে।















Comments