চেষ্টা এবং পরিশ্রম (আমার ডায়েরি-১)

আমরা যখন সবাই নতুন জিনিস শেখা শুরু করি,তখন ভালো লাগে কারন প্রথমে সহজ জিনিস দিয়ে শুরু হয়। কিন্তু ধীরে ধীরে যখন কঠিন জিনিসের দিকে যাওয়া হয়,তখনই বিপত্তি টা বাধে। আর এখানে প্রায় মানুষ হাল ছেড়ে দেয়।




আমার শরীরের ওজন বেড়ে যাওয়া এবং কম্পিউটারে বসে থাকার কারনে,আমি চিন্তা করলাম মাঠে ফুটবল খেলবো। তো শুরু করেদিলাম। প্রথমে ঠিকমত দৌড়াতে পারতাম না,বল ঠিকভাবে রিসিভ করতে পারতাম না। আর গোল? সে তো অনেক দূরের জিনিস। তবুও, আমি লেগে রইলাম। ৩-৪ মাস খেলার পরও আমি গোল দিতে পারিনি। এবং আমার খেলায় সামন্য পরিবর্তন হয়েছে।আগের চেয়ে অনেকক্ষন দৌড়াতে পারি। কিন্তু আমার বন্ধু প্রিন্স মাত্র সপ্তাহথানেক খেলেই ৩-৪ টা গোল দিল। যদিও সে অনেক ভালো খেলে। আমিও গোল দিয়েছিলাম আর সেটা আজকে (৭-৯-১৬)। আসলে এখানে গোলটা আসল জিনিস নয়। ব্যাপার টা হচ্ছে লেগে থাকতে হবে।আমি কিন্তু নিজেও জানতাম না যে আমি আজ গোল দিতে পারবো।

তো আমাদের সবারই উচিত একদিকে ফোকাস রেখে লেগে থাকা। অনবরত চেষ্টা করা। সময়ের সঠিক ব্যবহার করতে হবে। সময় কিন্তু বারবার আসবে না। নিজের মাথাটাকে সর্বত্তম ব্যবহারের চেষ্টা করা উচিত।

আর শুধু পরিশ্রম করলেই হবে না,কারন আপনি যদি একটা দেয়াল সারাদিন ঠেললেও সেটি সরাতে পারবেন না (যদিও আপনার পরিশ্রম হবে)। কিন্তু যদি আপনি সেটিতে ড্রেজার দিয়ে আঘাত করেন সেটি ভেংগে যাবে। তাই পরিশ্রই করতে হবে সঠিকভাবে।

আমাদের স্বপ্ন দেখতে হবে এবং সেটির জন্য ই আমাদের জেগে থাকতে হবে। জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করে যেতে হবে।
মরবো, তবুও ছাড়বো না

Comments