সবাইকে, অনেক স্বাগতম আমার এই ব্লগে । আজ আমি লিনাক্স এর একটা জনপ্রিয় অপারেটিং সিস্টেম উবুন্টু তে পাইথনের একটি জনপ্রিয় ফ্রেমওয়ার্ক ফ্লাস্ক কিভাবে ইনস্টল ও ব্যবহার করবো তা দেখাবো, তো চলুন শুরু করি।
প্রথমে আমাদের টার্মিনাল ( CTRL+ALT+T প্রেস করে ) খুলতে হবে (আশাকরি, আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন সক্রিয় আছে) । তারপর, আমরা কমান্ড ব্যবহার করে আমাদের ফোল্ডারে যাবে অথবা, আমাদের আগের তৈরি করা ফোল্ডারে গিয়ে রাইট ক্লিক করে টার্মিনাল খুলতে হবে।
প্রথমে আমাদের টার্মিনাল ( CTRL+ALT+T প্রেস করে ) খুলতে হবে (আশাকরি, আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন সক্রিয় আছে) । তারপর, আমরা কমান্ড ব্যবহার করে আমাদের ফোল্ডারে যাবে অথবা, আমাদের আগের তৈরি করা ফোল্ডারে গিয়ে রাইট ক্লিক করে টার্মিনাল খুলতে হবে।
>>>asad@asus-x450ln:~$ cd /home/asad/lib/Programming
>>>asad@asus-x450ln:~/lib/Programming$
এরপর আমি আমার টার্মিনালে কমান্ড লিখবো এভাবে, এবং লেখার পর কিছুক্ষন সময় নেবে সব কিছু লোড নেওয়ার জন্য।
>>>virtualenv -p python3 flaskTutorial
তারপর দেখবো যে flaskTutorial নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের কমান্ড লাইনে লিখবো >>>source flaskTutorial/bin/activate
এরপরে আমার পিপ এর মাধ্যমে ফ্লাস্ক ইনস্টল করবো। আপনার উবুন্টু তে যদি আগে থেকে পিপ না থাকে তাহলে এখান হতে পিপ ইনস্টল করে নেবেন।
এখন আমি কমান্ড লিখবো >>>pip install flask
তাহলে হয়ে গেল আমাদের ফ্লাস্ক ইনস্টল করা। এখন, আমাদের এটি রান করে ব্রাউজারে দেখাতে হবে । এখন আমাদের flaskTutorial ফোল্ডারে ফিরে যাই। সেখানে app.py নামে একটি ফাইল তৈরি করি।
এখন app.py ফাইলটি যেকোন টেক্সট এডিটরে ওপেন করি। আমি সাবলাইমে ওপেন করে এই কোডটুকু লিখে ফেলি। পরের পার্টে আমি কোডের বিস্তারিত তথ্য জানাবো,আপাতত বিস্তারিত জানার জন্য
এখন আমরা কোডটি রান করার জন্য দুটি পদ্বতি অবলম্বন করতে পারি:
১. টার্মিনালে রান করে পারি।
২.সাবলাইম টেক্সট এ রান করতে পারি।
টার্মিনালে রান করানোর জন্য cd flaskTutorial লিখে আমাদের ফোল্ডারে প্রবেশ করবো তারপর আমরা python app.py লিখে এন্টার প্রেস করবো।
এবার সাবলাইনে রান করানোর জন্য
সাবলাইনে Ctrl+B প্রেস করবো ,তাহলে দেখবো সাবলামে নিচের দিকে ।
যদি এরকম লেখা আসে তাহলে আমরা আমাদের ব্রাউজারে এই http://127.0.0.1:5000/ এড্রেসটি ওপেন করে দেখবো। যদি নিচের মত আসে, তাহলে আপনাকে স্বাগতম আপনি কম্পিটারে সফলভাবে ফ্লাস্ক ইনস্টল করতে পেরেছি।
আমার এই পর্ব কেমন লেগেছে? আশা করি জানাবেন। আমার এই টিউটোরিয়াল সময় নিয়ে পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আপাতত এই পর্যন্ত, শুভ বিদায়।








Comments