আমরা প্রথমেই একটি ফর লুপের কাজ দেখি।
তাহলে দেখবো এটি ১ হতে ১০ পর্যন্ত এক্সিকিউট হবে। আমরা কিন্তু চাইলে এটাকে দিয়ে লিস্ট বানাতে পারি। কিভাবে?
আচ্ছা এখন আমরা যদি আমাদের এই লিস্ট তৈরির প্রক্রিয়া একটু ভিন্নভাবে দেখি।
আসুন আমরা এটা সহজভাবে চিন্তা করি। প্রথমেই myList নামে একটি লিস্টের ভ্যারিএবেল তৈরি করি। তারপর আমি এরভিতর লজিক ইনপুট করি এভাবে যে, for x in range(10)মানে হল x এ ১,১০ পর্যন্ত সব মান এসাইন কর। তাপর সেটিকে x দ্বারা প্রকাশ করি mylist নামক লিস্টের অবজেক্টের ভিতর।
এখন আমি যদি এরকম কোন লিস্ট কে লিস্ট কম্প্রেনইনসনে আনতে চাই।
তাহলে কিভাবে আনবো? এবার দেখি আমাদের কোড।
আমি এখানে mylist নামে লিস্ট তৈরি করে বলেদিয়েছি যে x এর মান ১,১০ পর্যন্ত এক্সিকিউট হবে। এবং তা x%2 is 0 হবে সেগুলো কে আবার x এ এ্যাসাইন করে mylist ভ্যারিএবেলে রাখবো।
আর এটাং হলো লিস্ট কম্প্রেইনশন। আগামীকে আরো নানান ধরেনের পাইথনে কম্প্রেনইণসন আছে। পরবর্তিতে এগুল নিয়ে কথা বলবো।
for x in range(10):
print(x)
তাহলে দেখবো এটি ১ হতে ১০ পর্যন্ত এক্সিকিউট হবে। আমরা কিন্তু চাইলে এটাকে দিয়ে লিস্ট বানাতে পারি। কিভাবে?
mylist=[]
for x in range(10):
mylist.append(x)
print(mylist) # [0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9]
আচ্ছা এখন আমরা যদি আমাদের এই লিস্ট তৈরির প্রক্রিয়া একটু ভিন্নভাবে দেখি।
myList=[x for x in range(10)]
print(myList) # [0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9]
আসুন আমরা এটা সহজভাবে চিন্তা করি। প্রথমেই myList নামে একটি লিস্টের ভ্যারিএবেল তৈরি করি। তারপর আমি এরভিতর লজিক ইনপুট করি এভাবে যে, for x in range(10)মানে হল x এ ১,১০ পর্যন্ত সব মান এসাইন কর। তাপর সেটিকে x দ্বারা প্রকাশ করি mylist নামক লিস্টের অবজেক্টের ভিতর।
এখন আমি যদি এরকম কোন লিস্ট কে লিস্ট কম্প্রেনইনসনে আনতে চাই।
mylist=[]
for x in range(10):
if x%2 is 0:
mylist.append(x)
print(mylist)
তাহলে কিভাবে আনবো? এবার দেখি আমাদের কোড।
mylist=[x for x in range(10) if x%2 is 0]
print(mylist) # [0, 2, 4, 6, 8]
আমি এখানে mylist নামে লিস্ট তৈরি করে বলেদিয়েছি যে x এর মান ১,১০ পর্যন্ত এক্সিকিউট হবে। এবং তা x%2 is 0 হবে সেগুলো কে আবার x এ এ্যাসাইন করে mylist ভ্যারিএবেলে রাখবো।
আর এটাং হলো লিস্ট কম্প্রেইনশন। আগামীকে আরো নানান ধরেনের পাইথনে কম্প্রেনইণসন আছে। পরবর্তিতে এগুল নিয়ে কথা বলবো।
Comments